যুদ্ধ
যুদ্ধ


রাত ঘন হতে থাকলে অনিশ্চিত হয়ে ওঠে আমার জীবন ,
কশেরুকা বেয়ে নেমে আসে আমার বিগত ভুলের ছায়ারা ,
তাদের লাল চোখ সাঁতারুদের মত সাঁতরে বেড়ায় শরীরের প্রকোষ্ঠে প্রকোষ্ঠে ,
মাছের কাঁটা , কানকো , পচা কাঁঠালের ভূতি পড়ে থাকে ডাস্টবিনে ,
পাশের বাড়ির বেড়ালটা পাঁচিলের কাঁটা তার টপকেছে জীবনকে বাজি রেখে ,
ডাস্টবিন চেটেপুটে আবার একই কৌশলে ফিরে গেছে আগের আস্তানায় ,
একবার ব্যারিকেড পেরোলে জীবনে কখনও কখনও -
আর ফিরে আসা যায় না পুরোনো ঠিকানায়
পুরোনো চাল ভাতে বাড়ে,
পুরোনো সম্পর্ক , ছায়া শরীরের মত আমার চারপাশে ঘুরে বেড়ায় ,
যুদ্ধ করতে করতে যখন পেছনে ফিরে চাই-
দেখি পোষাকগুলো শুধু পড়ে আছে ,
মানুষের চিহ্ন মাত্র নেই -
আসলে যুদ্ধটা তো নিজের সঙ্গে ৷