Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Rajasree Banerjee

Classics

5.0  

Rajasree Banerjee

Classics

পাখি জন্ম

পাখি জন্ম

1 min
361


শিখা পুড়তে পুড়তে যখন প্রায় নিঃশেষ হয় , ধূমায়িত সম্পর্কের গায়ে জলের ফোঁটাগুলো ক্রমে ভারি হয়ে ওঠে ৷ শীতল অন্তর্বাক্য, তীক্ষ্ণ ছুরিকার আঘাত হয়ে ছিন্ন বিচ্ছিন্ন কবিতায় . যাপনের কর্কশ অনুভূতি ৷ প্রতিবার তোমাকে ছুঁতে চেয়ে একটা মস্ত প্রাচীর আড়াল করে ৷ অজুহাত শানিত করে বারবার পরাস্ত কর , ইচ্ছেগুলোর ডানা ছেটে প্রবল স্রোতে নিজের হাতে ভাসিয়ে দাও ৷ শূণ্যতার প্রগাঢ় আলিঙ্গনে নিজেকে পোড়ানোর খেলায় মেতে ওঠি ৷ একে একে পুড়ে যায় অঙ্গ , উপাঙ্গ ৷ অশরীরী আমি তবু প্রতীক্ষার পরাকাষ্ঠায় শবরী হওয়া হল না ৷ যে ছেড়ে গেছে অপরাহ্নের পুকুর , এই গোধূলি উঠোন , তার ফেরার পথের প্রতিটা সেতু ধ্বংস করি অবলীলায় ৷ ফিরে আসি ঝলসানো শরীরের কাছে ৷ পরিত্যক্ত ছাই আর হাড়গোড় ভাসিয়ে দিই শীতল প্রবাহে ৷ সেই মুহূর্তে আমার পাখিজন্ম ঘর ছাড়ে , উড়ে যায় তোমার ঠিকানা উদ্দ্যেশ্যে ৷


কতটা নাব্যতা হলে প্রেম পুড়তে পুড়তে শেষে , পাখি হয়ে যায় ৷


Rate this content
Log in

Similar bengali poem from Classics