Rajasree Banerjee

Romance

3  

Rajasree Banerjee

Romance

পাপড়ি

পাপড়ি

1 min
738


এই শেষবার তোমার ঠোঁটের ওম গড়িয়ে পড়ল

আমার বিহঙ্গ চিবুকে ,

নিজেকে নিরাভরণ করে নাভিগাছে বেঁধে নিই কলঙ্কের জাল কাঠি ,

রূপালি স্রোত শরীরের নাব্যতা খোঁজে ,

জাহাজের মাস্তুল ডুবতে ডুবতে জন্ম দেয় অনাড়ম্বর সোহাগ ৷


শেষ রাতের আমিষ বাতাসে একটা গোলাপ বৃন্তচ্যুত হয়ে 

বিছানায় একটা একটা করে খুলে রেখেছে তার পাপড়ি ,

তোমার আঙ্গুলের স্পর্শে পাপড়িগুলো নদী হয়ে যায় ,

নদীগুলো শরীর আর -

     শরীর বাঁশি হয়ে বেঁজে ওঠে ৷


Rate this content
Log in

Similar bengali poem from Romance