যন্ত্রনা
যন্ত্রনা
যন্ত্রনা
মানিক চন্দ্র গোস্বামী
পরিশ্রান্ত পৃথিবীতে বিপদের সংকেত,
প্রকৃতির পরিহাসে দুর্যোগের ঘনঘটা,
আকাশে জমাটকালো মেঘের আস্ফালন,
ঘূর্ণিঝড়ে গাছের মাথা পড়বে কাটা।
প্রলয় নাচন নাচবে বাতাস,
ফুঁসবে সাগর, উঠবে তুফান,
জীবন ধারণে ক্লান্ত মানুষ
পাবে না কোনো পরিত্রান।
দেবতার রোষে দুর্ভাগা জাতির
পায়ের তলার মাটিই উধাও,
মাথার ওপর ছাদ উড়েছে,
ভেঙে গেছে বাঁধের বাধাও।
ভেসে গেছে সব আসবাব,
ভিজে গেছে জ্বালানি কাঠ,
পাঁক মিশেছে খাবার জলে,
জলের তলায় রাস্তা ঘাট।
ভাঙা ঘরে, খোলা ছাদে
আকাশ নিচে রাত্রি বাস,
পোষা গরুর খাবার মেলেনা
কোথায় পাবে সবুজ ঘাস।
বানে, ঝড়ে ধ্বস্ত হয়ে,
সুখের স্বপ্ন হঠাৎ শেষ,
প্রকৃতির সাথে যুদ্ধ করে
রয়ে গেলো বেদনার রেষ।
