যখন তুমি...
যখন তুমি...
যখন তুমি হঠাৎ তাকাও আমার দিকে,
তখন যেন আমার আকাশ জুড়ে
বৃষ্টি নামে, আসে কালবৈশাখীর ঝড়।
যখন তোমার ওই কাজল কালো চোখে
হঠাৎই আমার চোখ পড়ে,
দূরে কোথাও যেন কোকিল ডেকে ওঠে,
যেন বসন্ত আবার ফিরে আসে।
যখন তুমি হটাৎ এসে বসো আমার পাশে,
হৃদস্পন্দন হঠাৎ দ্বিগুণ হয়ে যায়,
গ্রীষ্মের শুকনো আকাশ যেন মেঘের দেখা পায়।
যখন হঠাৎই আমার হাত,
অজান্তেই তোমার একটু ছোঁয়া পায়,
তখন যেন গ্রীষ্মের মাটিতে
হঠাৎই বর্ষা নেমে আসে।
যখন তুমি কোনো একদিন,
হঠাৎই আমার সাথে তোমার কথা বলো,
তখন যেন আমার আরও কিছু কথা,
বাকি রয়ে যায়,
আরো একদিনের জন্য,
আরো একটিবার বলার জন্য,
সুতো কেটে যাওয়া ঘুড়িতে,
আবার নতুন করে সুতো বাঁধার জন্য।

