যদি.....
যদি.....
রোদমাখা গানে রূপালী উঠানে
মায়াবী বার্তা ছিল বাতাসে
ভেসে যাওয়া যেন অশান্ত সাগরে
দুরন্ত তরঙ্গে অনায়াসে
সোনাঝরা সুরে অতীব অদূরে
বালুতটে ছিল স্নিগ্ধ চাহনি
আবেগে আবেশে অচেনা প্রদেশে
বারেবারে যেন বাজে শাঁখ ধ্বনি
প্লাবিত পূর্ণিমা রঙিন মহিমা
পরিবেশে ছিল নীল উষ্ণতা
অগোচরে দিশা,অন্য মোনালিসা
নীরবেই যেন লেখা সংক্ষেপে কিছু কথা
ঘরভাঙ্গা ঝড়ে ভীষণ চিৎকারে
পিকাসোর কান্নায় ছিল পরাজয়
আহত জীবনী...মৌন শাঁখ ধ্বনি
রং তুলি যেন জানে মিথ্যা ও মূক অভিনয়
অবশেষে বেলাশেষে রোদ্দুর যদি আসে
নীলা তোর চিঠি চাই উপহারে
চাঁদ যদি নেমে আসে উঠানে
অভিলাষ ভাসাবে জাহাজ অশান্ত জোয়ারে

