STORYMIRROR

Soumen Dutta

Abstract Romance

3  

Soumen Dutta

Abstract Romance

যদি.....

যদি.....

1 min
282

রোদমাখা গানে রূপালী উঠানে

মায়াবী বার্তা ছিল বাতাসে 

ভেসে যাওয়া যেন অশান্ত সাগরে

দুরন্ত তরঙ্গে অনায়াসে


সোনাঝরা সুরে অতীব অদূরে

বালুতটে ছিল স্নিগ্ধ চাহনি

আবেগে আবেশে অচেনা প্রদেশে

বারেবারে যেন বাজে শাঁখ ধ্বনি


প্লাবিত পূর্ণিমা রঙিন মহিমা

পরিবেশে ছিল নীল উষ্ণতা

অগোচরে দিশা,অন্য মোনালিসা

নীরবেই যেন লেখা সংক্ষেপে কিছু কথা


ঘরভাঙ্গা ঝড়ে ভীষণ চিৎকারে

পিকাসোর কান্নায় ছিল পরাজয়

আহত জীবনী...মৌন শাঁখ ধ্বনি

রং তুলি যেন জানে মিথ্যা ও মূক অভিনয়


অবশেষে বেলাশেষে রোদ্দুর যদি আসে

নীলা তোর চিঠি চাই উপহারে

চাঁদ যদি নেমে আসে উঠানে

অভিলাষ ভাসাবে জাহাজ অশান্ত জোয়ারে


Rate this content
Log in

Similar bengali poem from Abstract