যদি বলো
যদি বলো
যদি বলো ভালোবাসো—
উচ্ছল ঝর্ণা হয়ে ঝরবো,
কঠিন পাহাড়ের বুক চিরে।
যদি বলো ভালোবাসো—
মরূভূমির বুকে বাঁধ ভাঙ্গা,
নদী হয়ে বয়ে যাবো
যদি বলো ভালোবাসো—
অমাবস্যার রাতে চাঁদ হয়ে উঠবো,
অন্ধকার রাতের বুকে।
যদি বলো ভালোবাসো—
নিস্তব্ধতার ভাষা হয়ে,
তোমার ঠোঁট ছুঁয়ে যাবো।
যদি বলো ভালোবাসো—
হৃদয় হয়ে সারাজীবন,
তোমার বুকে রয়ে যাবো।