যা চাওয়ার আছে
যা চাওয়ার আছে
আমায় এমন মুগ্ধতা দাও যাতে
তন্দ্রা চুমবে চোখ আমার।
এমন এক আগুন জ্বালাও যাতে
স্যাঁতলা বুকটুকু যায় শুকিয়ে,
আলোর কিনারা হয়ে প্রতিরাতে
আসতে পারি ঘুরে বেরিয়ে।
এমন এক শিশির দাও আমায়
যা রমণীর নুপুরছোঁয়া দুব্বে জড়িয়ে,
মেঘ হয়ে ফিরে আসে বারবার
তোমার কথা লোকানোর জানলায়।
এমন এক আকাশ দিও আমায়
যার তারাগুলো তোমার চোখ দেয় এঁকে।
অতঃপর বাকি যদি কিছু থাকে চাওয়ার
দিও কান্না বৃদ্ধাশ্রমে বুড়িমার চোখের।
এক রজনীগন্ধার মালা হতে পারলে
সিয়াচেনে বারুদের গায়ে লেগে থাকবো।
আমায় এমন এক পাহাড় দিও যেখানে
আরোহণে মৃত্যু এলেও আসবে শান্ত হয়ে।
যেটুকু যা দিতে পারো পুঁটলি উপুড় করে দাও,
ছায়াপথ ঘুরে ফিরে আসবো
নবকল্লোলের পথে ।