উত্তর বা নিছক ভদ্রতা
উত্তর বা নিছক ভদ্রতা


বাজারের ফর্দের মতন কী লিখে যাই
এখানে-সেখানে তাই এক ভীষণ প্রশ্ন!
উত্তর আছে...
তবে অত্যন্ত সাধারণ!
ভেবে নাও না যেমন তুমি একসময় ডায়েরি লিখতে...
তোমার সাজানো গোপনীয়তাগুলো আসলে মুখরতা হোক তাই চাইতে!
ভেবে নাও আমার অবান্তর বলে চলাটা ঠিক তোমার ডায়েরির লেখার মতন
শুধু, কারোর গোপনীয়তা হয়ে বাঁচতে চাওয়াটা ন্যাকামো লাগে এখন!
আমি তো বরাবরই একখানা
অগোছালো ঘর!
ধুলোবালি, অহেতুক কান্নাকাটি, জমিয়ে রাখা আদরে, পুরোনো আয়নার আড়ালে জীবনটাকেই সিনেমা ভাবি...
ভুলেও ভেবোনা এসব কবিতা!
ওতো সস্তা এই সাধারণ ডায়েরির সম্ভাবনা নয়!