STORYMIRROR

Dola Bhattacharyya

Abstract Fantasy

3  

Dola Bhattacharyya

Abstract Fantasy

উল্কা

উল্কা

1 min
210


আষাঢ়ের এক বিষণ্ণ সন্ধ্যায়, 

পূবালী হাওয়ায় ভেসে আসে কামিনীর ঘ্রাণ ।

উদ্বেলিত উচ্ছ্বাসে কদম্বের শাখা —

ফুলভারে কাঁপে থরোথরো, 

উতলা বাতাসে ভেসে আসে —

কোন সে বিরহীনির গোপন দীর্ঘশ্বাস ।

বাদলের রিমঝিম ধারায়, 

কার যেন নীরব অশ্রুপাত, মিশে গেছে আজ ।

সময়ের অভিপ্রায়ে ,

সন্ধ্যা মেশে রাতের মোহনায়। 

 থেমে যায় অবিরল ধারাপাত ।

বর্ষণক্ষান্ত সজল মেঘের দল, 

ফিরে চলে অলোকাপুরীর পথে ।

মেঘমুক্ত নীলাকাশ সেজে ওঠে আবার, 

অগণিত তারার মালায় ।

কোনো এক অভিমানী তারা, সহসা, 

 মালা হতে খসে পড়ে নীরবে, 

নীলাকাশ মনেও রাখে না তাকে ।

দূর থেকে চোখে পড়ে সে নক্ষত্রের পতন, 

প্রজ্বলিত উল্কা হয়ে ঝরে পড়ে ধরণীর বুকে ।

নিথর পাথর সম যুগ যুগ ধরে, 

পড়ে থাকে হয়তো বা কোনো মরুভূমে, 

হয়তো বা নির্জনে কোনো নদীতীরে। 

কি এমন বেদনায়, সে যে ত্যাজিল দেহখানি তার! 

সে সংবাদ রাখেনি কেউ আর॥


Rate this content
Log in

Similar bengali poem from Abstract