STORYMIRROR

Manik Goswami

Abstract Tragedy

3  

Manik Goswami

Abstract Tragedy

উদাসী মন

উদাসী মন

1 min
445


হারিয়ে গিয়েছি অনেক অনেক দূরে,

শ্যামল প্রকৃতির কোলটি জুড়ে জুড়ে |

খুঁজে খুঁজে ফিরি কত কত অজানারে |


দূর দিগন্ত ছাড়িয়ে এসে মন,

শূন্য মার্গে উদ্দাম বিচরণ |

স্বপ্ন ভাসিছে অগোচরে, অনুখন |


উদ্ভাসিত তপন কিরণ ছোঁয়া,

বাতাস ভেদিয়া সাঁতারের প্রক্রিয়া |

পলকে ছুটিল প্রেমিক প্রাণের খেয়া |


মাটির সোঁদা গন্ধ মাখা ঘ্রান,

বদ্ধ খাঁচার পাখির পরিত্রান |

মুক্ত আকাশে মুক্তি পেলো প্রাণ |


ফুলের ডাকে ভ্রমর গলায় সুর,

পরশের আশা হৃদয়েতে ভরপুর |

মনের টানেতে নিকট আসিল দূর |


জীবন তরীর পালেতে লেগেছে হাওয়া,

উদাসী মনের নির্ভিক ভেসে যাওয়া |

বাধাহীন পথে শুধুই সামনে চাওয়া |



Rate this content
Log in

Similar bengali poem from Abstract