STORYMIRROR

Dola Bhattacharyya

Abstract Fantasy

3  

Dola Bhattacharyya

Abstract Fantasy

তুমি কোন পথে যে এলে

তুমি কোন পথে যে এলে

2 mins
153

["তুমি কোন পথে যে এলে পথিক ! আমি দেখি নাই তোমারে, 

হঠাৎ স্বপন সম দেখা দিলে বনের কিনারে।" 

 ওগো পথিক! কখন এলে তুমি!] 


আমি যে ছিলাম অন্যমনে। 

ঘরের দুয়ার ধরে দাঁড়িয়েছিলাম একা 

তোমার প্রতীক্ষায়। 

কত ঘুমহীন নিশি কাটিয়ে দিয়েছি নীরব অশ্রু পাতে ।

সকাল বেলায় ফুটেছিল যত ফুল, 

হিম কুয়াশায় ঝরে পড়ে গেল তারা, 

খোলা বাতায়নে নিরালায় বসে দেখেছি সে ঝরে যাওয়া। 


["ফাগুনেতে বাণ ডেকেছে, মাটির পাথারে, 

তোমার সবুজ পালে লাগল হাওয়া, ভেসে এলে জোয়ারে, যৌবনের জোয়ারে" ।] 


ওগো পথিক! শীতের শেষে এল ফাগুন। 

এমন দিনে এলে তুমি! 

কি দিয়ে তোমায় বরণ করি বলো! 

ওগো! আজ দখিণ হতে বইছে বাতাস দেখো পাগলপারা। 

তোমার হলুদ বরণ উত্তরীয় সেই হাওয়াতে ভেসে, 

পড়ল এসে আমার আঙিনায়। 

আমি কুড়িয়ে নিলাম তোমার উত্তরীয়, 

জড়িয়ে নিয়ে অঙ্গে আমার, মেতে উঠে নৃত্য তালে তালে, 

ছড়িয়ে দিলাম রঙিন নেশা দিকে দিকে, দিকচক্রবালে। 

বৃক্ষশাখায় শিমুল, পলাশ জ্বালল আগুন দেখো ,

 কৃষ্ণচুড়া উঠল জেগে ওই যে দিকে দিকে। 


["কোন দেশেতে বাসা তোমার! কে জানে ঠিকানা! 

কোন গানের সুরের পারে, তার পথের নাই নিশানা"।] 


ওগো পথিক! কোথা থেকে এলে তুমি! 

কোথায় তোমার বাসা? 

সেই দেশেতে কে আছে তোমার? বলো ওগো পথিক, 

কোন স্বপ্নপুরির পথে পথে তোমার যাওয়া আসা! 

ওগো পথিক তুমি বলো, 

ভালবাসাই শুধু আছে তোমার সেই দেশে কী? 

নেই কী ঘৃণা, বঞ্চনা নেই, নেই কী হাহাকার? 

জীবন থাকে মধুর স্বপ্ন ভরা! 

আমার দেশ যে মিথ্যে স্বপ্নে গড়া। 


["তোমার সেই দেশেরই তরে, আমার মন যে কেমন করে, 

তোমার মালার গন্ধে তারই আভাস আমার প্রাণে বিহারে।"] 


ওগো পথিক!দেখো, 

কোকিল গানে, ফাগুন হাওয়ায় মাতন লাগে ওই, 

এ কোন রাগে বাজাও তোমার বীণা! 

সুরে সুরে মুগ্ধ আমি, অমনি বসে রই। 

আমায় তুমি নিয়ে যাবে তোমার সেই দেশেতে? 

যেখানে, দখিণা বাতাসে নাচের মাতন লাগে! 

ক্ষণকালের তরে তুমি এলে আমার দেশে। 

জানি আবার যাবে ফিরে।

 রুক্ষ দিনের দীর্ঘশ্বাসে মিশে, পথের ধুলোয় ঘূর্ণী দেবে পাক, 

দিকে দিকে কাঁদন যাবে রেখে। 

আসবে যখন আবার ফিরে, 

হয়তো আমায় আর পাবে না খুঁজে। 

তবু আমায় মনে রেখো। 

ওগো পথিক! তোমার ওই দখিন হাওয়ার দেশে, 

যেতে আমি চেয়েছিলাম অনেক বছর আগে। 

আমার হলো না গো যাওয়া। 

আমার মনের মাঝে সংগোপনে তাই 

আজও ব্যথা বাজে। 

ওগো পথিক! নতুন দিনে আবার যখন আসবে নতুন হয়ে, 

আমি তখন এখান থেকে থাকব অনেক দূরে, 

বিহার করব তারার আঙিনায়। 

হয়তো কোনো ছলে, 

ফাগুন দিনে আসব নেমে অকাল বর্ষা হয়ে, 

উতল ধারায় ভিজিয়ে দিয়ে যাব 

তোমার রঙিন উত্তরীয়। 

চিনতে তখন পারবে তো আমায়?

                 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract