তুমি আর আমি
তুমি আর আমি


জীবনে তোমার অগ্রাধিকার ,
মরণেও তবে তাই হোক I
তোমার কাছে নতিস্বীকার ,
বৃথাই তোমার জন্য শোক I
আমি দীর্ঘ জীবনে করি শোক ,
নিজদোষে আমি হই খন্ডিত I
যখন সর্বত্র তোমার আনন্দলোক ,
আর মৃত্যুতে তুমি গৌরবমন্ডিত I
ভীরু জীবনে আছে চিরকাল জ্বরা ,
দুর্বল আমি আজও ধীরগতি I
তুমি শুধু বোঝ বীরভোগ্যা বসুন্ধরা ,
মৃত্যুতেও তোমার তাই বীরগতি I