Unveiling the Enchanting Journey of a 14-Year-Old & Discover Life's Secrets Through 'My Slice of Life'. Grab it NOW!!
Unveiling the Enchanting Journey of a 14-Year-Old & Discover Life's Secrets Through 'My Slice of Life'. Grab it NOW!!

Rituparna Sengupta

Romance Classics

3  

Rituparna Sengupta

Romance Classics

তুমি আমার আলসেমী

তুমি আমার আলসেমী

1 min
139


এই বসন্তে হঠাৎ দেখছি আমি ,

করিবরগার সমান্তরাল কালো রং ছিটিয়ে দিয়ে মিশেছে অচেনা রেলিং এ,

আর লণ্ঠনের শিখা পুরোনো আঁচে

ল্যাম্পশেড এর নিচে

কেঁপে ওঠে তোমায় আমায় ছুঁয়ে দিয়ে,

মিলিয়ে যায় রোজ দিনের শেষে. . .

আবার সকাল এসেছে বহুরূপী বেশে ,

এই বসন্ত সকালে হঠাৎ ভাবছি আমি,

অতীতের যত ধুলো-বালি মিলিয়ে গেছে কোনো বুকের বোতামে,

তোমার নাকি দারুন অসুখ ! নালিশ খোঁজো পুরোনো খামে !

তবে দাও বানিয়ে কাগজ নৌকো,

এই বর্ষায় হোক নৌকাডুবি।

দিন বদলের গল্প গুলো,

হয়ে যাক কোনো জলছবি।

শোভা পেয়ে যাক আমার ড্রয়িং রুম এ -

ডাক দি নতুন নতুন নামে,

এই বসন্তে হঠাৎ শুনছি আমি,

লাল রঙের যত আঘাত গুলো ক্ষত বাড়াতো মনের খাঁজে,

তুমি আমি ভালই আছি সব ভুলে গিয়ে জামার ভাঁজে ,

খুঁজে পাওয়া সেই পুরোনো গন্ধে আবার হয়েছি বন্য মাতাল !

নেশার ঘোরে আবার তোমাকেই পেলাম ভুলে গিয়ে যত পুরোনো তাল ,

গান বেঁধেছি নতুন সুরেই,

শোনাবো তোমায় আজকে ভোরেই,

এই বসন্তে হঠাৎ গাইছি আমি,

তুমি আমার অভিমান নও, তুমি-ই আমার আলসেমী ।


Rate this content
Log in

More bengali poem from Rituparna Sengupta

Similar bengali poem from Romance