ভালোবাসার প্রশ্ন এলে
ভালোবাসার প্রশ্ন এলে


ভালোবাসার প্রশ্ন এলে আবার আমি খুঁজতে বেরোই আমার আমি কে তোমার চোখে,
কি জানি ধরা পড়লো কিনা !
কি জানি ডাল ভাতে, অফিস জামার হাতার ঘামে আমায় মিশিয়ে নিয়েছো কিনা !
ভালোবাসার প্রশ্ন এলে আমি কিন্তু আবার প্রেমিকা।
চোখের কোণে কাজল টেনে, চুলের গন্ধে তোমায় বুনে,
দুরন্ত আমি ছুটবো ছুঁতে কোনো ব্রাত্য দিনের মরীচিকা।
ভালোবাসার প্রশ্ন এলে আমি কিন্তু ভুবন ভোলা।
নাম ঠিকানা পরিচয় ধর্ম তুচ্ছ করে,
ওগো প্রিয় শুধু তোমাকে চিনি এক অবয়বে, অনুভবে।
তুমি কি নিয়েছো আমায় তেমন করে ?
নাকি সবটাই আমার সম্পূর্ণতার প্রাপ্তি,
করা যায়না অবহেলা !!
ভালোবাসার প্রশ্ন এলে আমি বাউল হবো এবার।
একতারাতে গান বেঁধে, তোমাকে ছাড়াই তোমায় নিয়ে দূরে কোথাও হারিয়ে যাবো,
তুমি থাকবে সুরে তালে,
গান এর খাঁজে ভাঁজে তোমায় ঠিক লুকিয়ে নেবো সবার থেকে।
ওগো প্রিয়, তুমি কি চেয়েছো আমায় তেমন করে ?
নাকি দুরন্ত জীবনে তোমার খেয়ালে এমন করে আসার সময় হয়নি আমার !
ভালোবাসার প্রশ্ন এলে আমি কাবুলিওয়ালা হবো,
চাইনা আমার কোনো আসল,
সুদ টুকু ঠিক কুড়িয়ে নিয়ে নিরুদ্দেশে পাড়ি দেবো।
ওগো প্রিয়, ভালোবাসার প্রশ্ন এলে আমি এবার কাবুলিওয়ালা ই হবো,
বাউল হবো, প্রেমিকা হবো, তোমার আমি হবো,
নাম না জানা পরিচয়-হীন কোনো এক অচেনা আমি ! কেমন ?