ফিরে দেখা
ফিরে দেখা


বাড়ি ফেরা হয় না ।
অনেক দিন হলো মা তোমার আঁচল টেনে মুখ মোছা হয় না।
তোমার হাতের ছোঁয়া ঘুম পাড়ায় না ..
সাবলম্বী হয়ে উঠেছি । অনেক দিন হলো ...
আর এলোমেলো বেখেয়ালি হয়ে ওঠা হয় না ।
বাধ্য হয়ে উঠেছি আজ ..
সময়ের স্রোতে অনেক পাথর ধুলোয় মিশে একাকার !
অনেক দিন হলো মা তোমার কোলের নরম পাওয়া হয় না ।
শহরে বৃষ্টি নামলে অফিস কাঁচে অল্প ছিটে ফোঁটা পাই ।
অনেকদিন হলো বৃষ্টি দিনে বাড়ির সেই ধূসর ছাদ গুলোতে চোখ পড়ে না ।
এক গুচ্ছ চাবি, পকেট খুচরোর ভার !
অনেক দিন হলো মা তুমি দরজা খুলে দাও না ! ঝাল মুড়ির খুচরো পকেটে ভরে দাও না ।
সকালের Alarm টা বড্ডো অবাধ্য !
অনেক দিন হলো তোমার গলার সেই তীক্ষ্ণতা আমার ঘুম ভাঙায় না ।
আজ সামলে উঠি বারবার !&
nbsp;
নতুন নতুন নামে,
নতুন নতুন পরিচয় বন্ধনের সৈকতে
ছোটবেলার খুচরো সুখবন্দি ঝিনুক গুলো কুড়োনো হয় না ।
অচেনা রাস্তার সাথে ভাব জমিয়ে এগোতে এগোতে সেই চেনা গলির খাঁজে ভাঁজে আর ছোঁয়াছুঁয়ি খেলা হয় না ।
বাবার প্রথম সাইকেল চাকায় অবাক বিশ্ব দেখার অনুভূতি কে, পাসপোর্ট-এর খাঁজের সুখ আজও ছাপিয়ে যেতে পারলো না ।
কলেজ ফেরোত বিকেল শেষে দিদার ঘরে এক মুঠো ঝাল মুড়ির গন্ধ !
আজও KFC এর snacks box এ খুঁজে পাওয়া গেল না !
অনেকদিন হলো অবাধ্য হইনা,
কল্পনা তে উড়ে বেড়ানোর ঝুঁকি নেওয়া হয় না,
প্রেমের প্রথম msg pack ভরানো হয় না !
খেতে না চাওয়ার বকুনি শোনা হয় না !
মন খারাপে ছাদের কোণায় মাটি মেশানো হয় না ।
বেশ অনেকদিন হলো ! মা ! -
বাড়ি ফেরা হয় না ! . . .