দশেরা শারদ সংখ্যা
দশেরা শারদ সংখ্যা
উপন্যাসের শেষ অধ্যায়, ক্লাইম্যাক্স -এর মাতাল ঝড়,
তুমি বুঝি খুব কেঁদেছো ? বন্ধ করে একলা ঘর ?
মালকোষের ওই কোমল 'নি' তে মধ্যরাতের গম্ভীরতা,
তুমি বুঝি শান্তি খোঁজো ! নাকি শুদ্ধ 'মা' -এর গভীরতা ?
নাছোড়বান্দা মন খারাপে বন্ধ ঘর আর বদ্ধ শ্বাস,
ঠুটির কাছে জমছে কথা ! গল্প শোনায় এক ভাইরাস।
দিনের শেষে দিন জুড়ছে, মাসের শেষে মাস,
মনের নরমে ক্ষত -র ব্যথা ফেলছে দীর্ঘ শ্বাস।
শব্দ সবই দুঃখবিলাসী, দুঃখবাদী বরফ মন,
ঝড়ের বেগে ভাঙছে বাড়ি, ধ্বংস শোনায় সাতকাহন।
তোমার আমার অনেক হিসেব, অনেক হিসেব মিলতে বাকি,
কত ব্যথা দিয়েছো বলে 'সুশান্ত' -ও আজ দিলো ফাঁকি ?
হঠাৎ এসে চৌকাঠে তে হোঁচট খাওয়ার অভ্যেসে,
ভয় পাইনা আর তোমায় আমি, আজ মৃত্যুঞ্জয়ী বেশে,
যুদ্ধের শেষে জিতবে তবু
এই মরচে ধরা চেহারা,
দহন করবে এই অশুভ শক্তির,
সেদিন দেখবো আমি দশেরা।