টেনশন
টেনশন
সব ঠাই এক রব টেনশন টেনশন,
আধুনিক সভ্যতার নব ইনভেনশন।
মিষ্টিতে টেনশন সুগারের রুগী,
কলা খেয়ে টেনশন ঠাণ্ডায় ভুগি।
ডাক্তারের টেনশন পেতে হবে প্রমােশন।
শিক্ষকের মিলবে তাে পেনশন।
গ্রীষ্মেতে টেনশন এত রােদ গরমে,
শীতেতে টেনশন ঠাণ্ডা যে চরমে।
বেকারের টেনশন চাকরির দরকার,
সরকারের টেনশন এত কাজ কারবার।
নেতাদের টেনশন গদিটা কি থাকবে,
জনতার টেনশন রাজকর লাগবে।
বাবা বলে, টেনশন সংসার চালানাে,
মা বলে, টেনশন ভিজে কাঠ জ্বালানাে।
বই লিখে টেনশন লােকে কী বলবে।
টেনশন হতে পারে এও এক টেনশন,
এমনটা হয় কেন ? করে দেখি মেনশন।
এতসব জেনেশুনে দেখ মাথা খাটিয়ে
নোবেলটা পাও কিনা টেনশন হটিয়ে।
