ত্রিভুবন মন
ত্রিভুবন মন


আমি বলিনি...
বলিনি, রাতে ফিরে সবার আগে
তুমি শহর আলো ধুয়ে নিও....!
আমি তো ক্যাকটাসের সুখ..
কাঁটা গায়েও ঠিক বুঝে যাই
তুমি এখন আমার কেও....!
বাতাসে সুখের সুগন্ধি এলে,
তোমার জন্য বসন্তের ভোর হোক..
মগ্নজিতা, তুমি ঠিক তেমনই থেকো
যেমনটা হয়নি আর অন্য কেও....!