তোমার প্রেমে
তোমার প্রেমে
ছন্দে ছন্দে রচিত ফুলের গন্ধে-
মনে পড়ে যাওয়া সেই পুরনো দিনের কথা,
বিরাট তোমার চরিত্র,
অপূর্ব সুন্দরীর রূপে তুমি গাঁথা।
দিনের শেষে আশা- সন্ধ্যাবেলার ছায়া-ছবি,
তোমার প্রেমেই পড়ে, আমি হয়েছিলাম কবি।
হে সুন্দরী তুমিই আমার প্রথম ভালোবাসা,
আজও তুমিই আমার স্বপ্ন, তুুুমিই আমার আশা।
লিখি যখন তোমায় নিয়ে পাই না আমি ভাষা,
তোমার ছবি আমার মনে রয়েছে আজও ঠাঁসা।
কলম হাতে বসে আছি, ভাবছি আমি তোমায়,
অন্য বিষয়ে ভাবার মতো নেই কো আমার সময়।
শুধুই তোমার স্মৃতিগুলো
ভেসে ওঠে আমার চোখে,
ভিন্ন ভিন্ন প্রকারের রং
সাজানো তোমার হাতের নখে।
মনে পড়ে তরুণ বেলার অদ্ভুত সেই এক খেলা!
আকাশের তারা গুনে গুনে,
একলা বসে পার করা সেই মধুর রাতের বেলা।
আমার মুখের ঐ হাঁসির কারণ,-
তোমার ছলনা রাশি-রাশি,
প্রিয়তমা আমি তোমায় মন থেকে ভালবাসি।
ভাবতে বসে তোমার কথা
হৃদয় যায় আমার থেমে,
বৃষ্টির জলে ভিজে,
পড়েছি আমি প্রকৃতি তোমার প্রেমে।।

