আলোকিত
আলোকিত
অন্ধকারের শেষ যখন
ভোরের তখন শুরু,
আমার আলো ছড়িয়ে দিয়ে
জাগাবো সকল তরু।
উজ্জল করবো এই জগৎময়
ছড়িয়ে দিয়ে আমার প্রকাশ,
থাকবে না তো একটু ও
অন্ধকার এই আকাশ।
আমার মতো তুুমিও নিজের
অন্তরে প্রদীপ জ্বালো,
নিরাশা মিটিয়ে দিয়ে
জাগাও আশার আলো।।
