STORYMIRROR

Mr. Ranajit Singh

Abstract Others

3  

Mr. Ranajit Singh

Abstract Others

এ কেমন দিন এলো

এ কেমন দিন এলো

1 min
167


এ কেমন দিন এলো? 

  হে প্রভু অন্ধকারে তুমি আলো জ্বেলো।


অসহায়দের সাহায্য করো, 

          জীবনকে তুমি তুলে ধরো।


করছে সকলে আর্তনাদ,

      শূন্য আজ সবুজ মাঠ। 


সাগরের তুল্য মনের মধ্যে 

       উঠেছে আজ বিরাট তরঙ্গের ঢেউ,

 


 শান্ত করতে শুধু তুমি ই পারো, 

‌          পারবে না তো অন্য কেউ। 


ধৈর্য হারিয়েছে, ভেঙ্গেছে বাঁধ,

    বাড়িয়ে দাও প্রভু তোমার হাত।


খালি আজ নদীর ধার, খালি সব পুকুর পাড়,

হাড়িয়ে যাওয়া স্মৃতিগুলো মনে পড়ে বহুবার। 


হারিয়ে গেছে ফুলের গন্ধ,

      মনের দ্বার যেন হয়েছে বন্ধ। 


অত্মবন্দি হয়েছে সকলে,

        বৃথা জীবন আসলে নকলে।


আজ শেষের পথে রক্ষা করো,

     অনুরোধ করছি সবাই বারবার।


এ কেমন দিন এলো!..

  হে প্রভু অন্ধকারে তুমি আলো জ্বেলো।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract