তন্দ্রাহত
তন্দ্রাহত
আজকাল তোমায় বড় একটা দেখা যায় না,
বেঁটেখাটো ছোঁড়া, অথচ স্মিত হাসি
বিলক্ষন তুমি তন্দ্রাসুখে আছো...
এখন তোমার শিষ্যেরা
কাজ থেকে ফিরে গান শোনে
ক্লান্তির কোলে কখনও বা দেখে চাঁদ
আজ তারা বাম কিংবা ডান ভেবে চলে
গভীর জীবন-খাদে সেতুবন্ধ হয়
আবশ্যিক তুমি আজ তন্দ্রাসুখে থেকো
মাঝে মাঝে ভাঙলে ঘুম শুনো মরিসন. . .