তিস্তা
তিস্তা


ঝিরঝিরিয়ে তিরতিরিয়ে নামছে দামাল তিস্তা,
পাগলা হাওয়ায় উড়িয়ে দিয়ে মনখারাপি দিস্তা,
দামী হওয়ার লড়াই করেও আজকে তারা সস্তা,
হুড়মুড়িয়ে দুদ্দাড়িয়ে বইছে আমার সুখী তিস্তা।
নীল কুয়াশায় চাপা পড়ে গনগনে লাল রোদ্দুর,
সবুজমাখা ছড়ানো পাহাড় চোখটা চলে যদ্দুর,
বুনোফুলে পাখনা মেলা প্রজাপতির ওড়াউড়ি তদ্দুর,
সরিয়ে চাদর নীল কুয়াশার উঁকি মারে লাল রোদ্দুর।
পাইন বনে খসখসখস সড়সড়ানি শুকনো পাতায়,
যেমনতরো আঁকিবুঁকি কলম চালায় সাদা খাতায়,
এলোমেলো মনভোলানো ভাবনা দিনলিপির যাঁতায়,
পিষছে ভারী, কান্নাঝরা মিশছে গুঁড়ো শুকনো পাতায়।
আদর সোহাগ সব ভুলিয়ে চলছে ছুটে তিস্তা বাঁধনহারা,
খিলখিলিয়ে হাসির দমক যেন জলের ছিটে পাগলপারা,
মনের কালোয় জ্বালিয়ে আলো ছায়ায় রোদের ধারা,
খুশির মাতন হাওয়ার মতোন দোলায় হৃদয় তিস্তা বাঁধনহারা।
আলগা চটক অণুঘটক কাজল চোখের চাউনি,
প্রেম দিবসে কফির চুমুক সঙ্গে জোড়া ব্রাউনি,
তিস্তা পারে অস্থায়ী সেই এক সেনা যুবার ছাউনি,
বুকের ধারা স্নিগ্ধ ঝরায় তিস্তা, চোখে সর্বহারা চাউনি।