Anay 49XV1XXA

Abstract Others

4.0  

Anay 49XV1XXA

Abstract Others

তিন জ্ঞানী

তিন জ্ঞানী

1 min
298



প্রণাম লহ মহাত্মা স্মোরী আজ তোমার এই বাণী 

কচি থেকে বুড়ো পড়েছি বাল্যকালে সবাই জানি l


তোমার বাণী রূপ পেলো তিনবান্দর জ্ঞানী 

ভুবন জুড়ে সবাই চেনে তুমি শ্রেষ্ঠ সম্মানি l


এই চেষ্টা করি আজ সবাই একটু রোসো 

এদের নাম জেনে রাখো চুপটি করে বসো l


মীযারু আছে বসে দুচোখে চাপা যার হাত

সে বলে কু দেখলে হতেই হবে কুপোকাত l


মীকাজারু দুকান ঢেকে চুপ করে বসে

কুকথায় কান দিলে একদিন যাবে ধসে l


মাজারুর মুখে হাত কোনো কথা কেন বলেনা? 

সে জানে কুকথা বললে কেউ যে সাথে নেয়না l


অল্প কথায় 

তিনটি বান্দর শিখায় অনেক কিছু 

সার্থক জীবন 

গড়তে হলে নাও সবে এদের পিছু l


এখন মানব কিছুরই ধারেনা ধার মানেনা কিছুই তাই 

যমের দুয়ারে পাবেনা পার তখন জুটবে শুধুই ছাই l


Rate this content
Log in