তিন ছায়া মূর্তি
তিন ছায়া মূর্তি


তিনটি ছায়া মূর্তি --
আজও আমার স্মৃতিকে তাড়া করে!
জীবনের এক পাহাড়ি রাস্তায়
ওরা ওৎ পেতেছিলো --
খাদের গভীরে ফেলে দিতে আমায়!
অর্থ কেলেঙ্কারির ঘুঁটি সাজিয়েছিলো সুকৌশলে!
আমার দুর্বলতা ছিলো
কিছু পদ্ধতি গত ভুলে।
শিকারিরা আমার পেশায়
আমার কাছের লোক ছিলো।
চাইলে আমায় সাহায্য করতে পারতো
ভুল সংশোধনে।
কিন্তু ওরা ওটাকেই লুফে নিয়েছিলো
শিকারের টোপ বলে!
আমার মনের শান্তি খেয়েছিলো,
আমার রাতের ঘুম খেয়েছিলো!
জানতাম আমার হিসাব ঠিক ছিলো,
আমার পায়ের তলায় শক্ত জমি ছিলো!
আমি দাঁতে দাঁত চেপে শক্ত ছিলাম!
বিশ্বাস ছিলো উপশমকারী সময়কে!
আমার পরিবারে সব বলে
আমি হালকা হলাম।
অবশেষে আমার তিন যম বুঝে নিলো --
আমায় শিকারের অস্ত্র ওদের নাই!
আসলে কিছুই ছিলো না কোনোদিন!
আমার ব্যথায় মলম দিয়েছিলো সময়।
তবু ওরা আমার স্মৃতিতে আছে --
কালো দাগ হয়ে!