STORYMIRROR

SIDHARTHA MISHRA

Inspirational Children

3  

SIDHARTHA MISHRA

Inspirational Children

তার উদযাপন

তার উদযাপন

1 min
141

উন্মোচিত কর তোমার উজ্জ্বল আলো,

প্রকাশ কর তোমার অদম্য সৌন্দর্য।

তোমার উদ্দ্যম সকলকে প্রভাবিত করে,

তোমার নামে উৎসব প্রবল উদ্যমের।


স্ত্রী হিসেবে তোমার মধুর স্মৃতি আছে,

তোমার আঁখি জুড়ে মিষ্টি স্মৃতি জাগে।

তোমার প্রেম যে সবাই ভালোবাসে,

সেই ভালোবাসার উৎসব তোমার সাথে মাঝে মাঝে সেজে।


তোমার উদ্যোগে পরিবার আবৃত হয়ে যায়,

সবার আলোর মতো তোমার সৌন্দর্য প্রকাশ পায়।

তোমার নামে বিনম্রতা মূর্তিতে রূপ পেয়ে,

উজ্জ্বল সূর্যের মতো স্বপ্ন পুরন করে।


তোমার জন্মদিনে উদ্যোগের স্রোতে জুতিয়ে,

আমরা সবাই সেই উত্সাহে উৎসব মনে পায়।

তোমার সাথে সবার মিলে একসাথে হই,

আনন্দে সবাই তোমাকে স্মরণ করে যায়।


Rate this content
Log in

More bengali poem from SIDHARTHA MISHRA

Similar bengali poem from Inspirational