হোলি
হোলি
হোলির পার্বণ, হাসির বিতান,
খুশি নাচে সব মানুষের মন।
গোলাপ লাল আর শুভেচ্ছা জানাই,
ভালোবাসা নিয়ে হোলির মালা ডাকাই।
সব আশা আর ক্ষোভ ভুলি এই দিনে,
এক হলি সবাইকে জড়িয়ে রাখে মনে।
প্রেম ও বন্ধুত্ব সম্পর্ক মধুর,
সাজাই হোলি সবার হাতে ফুলফুলে রঙের মালা ধরে।
মনের প্রতিদ্বন্দ্বী ভুলে যায় আজ,
কথা ভাবি না কেউ সাজায় না কথাগুলো রাজ।
প্রেম ও বন্ধুত্ব হলির রঙে ঢালি,
বাঁচি এই মধুর সম্পর্ক সব মধুর সাথে খেলি।
আমাদের প্রেম ও বন্ধুত্ব সব সময় পুরনো হয়ে যায়,
হোলি একটি দিন বসে থাকে আমাদের জীবনের রাজ।
সমস্ত মনের ইচ্ছা ভরে জুড়ে থাকে,
হোলি দিনে সবাই আবার ফিরে যায় মনের পুরনো সেই গানে।
