STORYMIRROR

Sipra Debnath

Abstract Classics

4  

Sipra Debnath

Abstract Classics

সুখী পরিবার

সুখী পরিবার

1 min
404

 ❤️সুখী পরিবার❤️


আমাদের পরিবার সুখী পরিবার

মা বাবা ভাই বোন ঠাম্মি আছেন আর।

মমতাময়ী যে মা স্নেহ ভরা মন তার

শ্রদ্ধেয় বাবা আমার কঠিন শাসন তার।

ভাই বোনে খুনসুটি ঝগড়া ও মারামারি

একসাথে দুইজন মন ভরে খেলা করি।

স্নেহময়ী ঠাম্মি আদর দেন মন ভরে

সময় কাটান তিনি গল্প আর গান করে।

ভালোবাসেন ঠাম্মি আমাদের উজার করে

আমরাও রাখি তাকে বুকের মাঝেতে ধরে।

সন্ধাবেলায় প্রার্থনা করি সকলে একসাথে

তারপর গল্পগুজব টিফিন চায়ের সাথে।

আহার করি মোরা একসাথে বসে

ভাত বেড়ে দেন মা খুব ভালোবেসে।

সকালবেলায় বাবা দশটায় অফিসে

আমরাও স্কুলে যাই একই নিয়ম সে।

সকাল হলেই মায়ের ডিউটি রান্নাঘরে

ঠাম্মিও নিয়ম করে যান ঠাকুরঘরে।

আমাদের পরিবার সুখী পরিবার

এমন পরিবারের জুড়ি মেলা ভার।


©Sipra Debnath Tultul.



Rate this content
Log in

Similar bengali poem from Abstract