সফলতার চাবিকাঠি
সফলতার চাবিকাঠি
যদি সফলতার পায়ে
করিতে চাও চুম্বন,
তাহলে কাটিয়ে উঠতে হবে
আলস্য জীবন।
আলস্যর মাঝে যদি খুঁজে নাও
বেঁচে থাকার অপার সুখ আর আনন্দ,
কোন কাজই হবেনা সফল!
কেটে যাবে মনের স্বপ্ন পূরনের
সকল ছন্দ।
কর্মই ধর্ম গুনি জনেদের মত,
এই মত অনুসরণে মিলবে
সফলতার পথ।
দুচোখে স্বপ্ন পূরনের লক্ষ্য করে স্থির,
এগিয়ে চল সম্মুখ পথে
স্বপ্ন পূরন একদিন হবে ঠিক।
অনেক বাঁধা অতিক্রম করে চড়তে
হবে সফলতার এক একটি ধাপ,
ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় নেমে
কেটে যাবে অনায়াসে কত বিনিদ্র রাত।
সফলতা তোমার দরজায়
নাড়বে কড়া ঠিক একদিন,
স্বপ্ন পূরন হবে জীবন হয়ে উঠবে রঙিন।
পরিশ্রম হল সফলতার মূল চাবিকাঠি,
আলসেমির জালে জড়িয়ে
জীবন হয় কেবল মাটি।
