"সোনো কবি"
"সোনো কবি"
শোনো কবি,তুমি ছবি
হয়েছো অনেক আগে।
খোকার এখন তোমার কথা
বিরক্তিকর লাগে।
খোকার এখন মেয়ে দেখলেই
ভালোবাসা জাগে।
খোকা আবার মেয়ের কথায়
হাঁসে আর কাঁদে।
কবি,
এখনতো আর সোনা যায় না
কোকিলের কুহুটান।
এখন শুধু ভেসে আসে
টুম্পা সোনার গান।
তাই,
শোনো কবি,তুমি ছবি
হয়েছো অনেক আগে।
পুরোনো যুগের মানুষ আমি
নতুন কি আর ভালো লাগে।
