সময় বয়ে যায়
সময় বয়ে যায়
ব্যাকুল হৃদয়ে পথচেয়ে থাকি
কখন দেখবো তোমায় ?
সুদীর্ঘ প্রতীক্ষার রাত্রি অবসানে
নির্ঘুম মনের বেদনাতে
সকাল হয়
সূর্য ওঠে
দীর্ঘ চাহিদার ফুল ফোটে
আমি কেবলই পথের পানে চেয়ে রই
যদি একবার তোমাকে দেখতে পাই
ভালবেসে তোমার মাঝে হারিয়ে যাব আমি,
কখন আসবে তুমি?
স্রোতস্বীনি নদীর মত সময় বয়ে যায়
মন শুধু বলে যেন একবার তোমাকে দেখতে পাই
তোমায় ভালবেসে নিঃস্ব হতে চেয়েছি
যা ছিল আমার সব তোমায় দিয়েছি
পথ চেয়ে বসে থাকা
কী অসহনীয় যাতনা
যদি তুমি না আসো
তোমায় বোঝাতে পারব না জানি-
কখন আসবে তুমি?
তোমায় রেখেছি হৃদয় মাঝে
অতি সংগোপনে
পথ চেয়ে বসে থেকে হঠাৎ
তোমায় দেখেছি মরীচিকার মত
আনমনে__
তোমায় চেয়েছি নিবিড় করে
একান্তে আমি__
কখন আসবে তুমি?
