সময়ের আহ্বান
সময়ের আহ্বান
বেলা নেই আর বেলা নেই
ওঠো জনতা ওঠো
কত বা সইবো রাত ফুরোয়
করো না আর দেরী
জাগ্রত হও,একত্রিত হও
শক্তিকে করে সঞ্চয়
অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করো
দেখিয়ে নিজের বল
প্রতি মূহুর্তে মানুষের রক্তে
দানব খেলছে হোলি
ছিঁড়ে দাও তার দাম্ভিক বক্ষ
না দেখো আর কাল
প্রতিহত করো শয়তান শক্তি
ফুটিয়ে অধরে হাসি
শেষ হোক কলুষ কালিমা
কুশক্তির হোক নাশ
মুক্ত মলয় সঞ্চরিত হোক
ক্ষুধার্তদের চারপাশে
ভরে যাক পেট একমুঠো অন্নে
না থাক কেউ উপবাসে
না দেখুক সে কখনো দুর্দিন আর
চর্ম চক্ষুতে তার
না শুনুক কানে নিরীহ নিনাদ
হা-অন্নের চিৎকার
উৎফুল্লিত হোক সামগ্রিক সত্তা
দেবভূমি হোক দেশ
বেদনা বিভোর জীবনের স্বর
অকালে না হোক নাশ ।।
