সময়
সময়
কিছুই হয়নি গো তোমার
বোধাই হয়েছে যে তাহার।
কিন্তু সে কী বুঝতে পারবে
তুমি যে চেয়েছো শুধু তারে।
একদিন আসবে এমন সময়
যখন থাকবে সবকিছুই, কিন্তু
মূল্যবান জিনিসটা হবে ক্ষয়।
তাই মনটা কেঁদে ওঠে আর বলে,
সবকিছুই করা ভালো সময়ের তালে।।

