STORYMIRROR

Suman Mitra

Romance Tragedy

3  

Suman Mitra

Romance Tragedy

প্রকৃতি

প্রকৃতি

1 min
197

আসে পাসে তোমার সুগন্ধে

হয়েছে মোহিত এই প্রকৃতি,

কিন্তু আমার এই সন্ধে

কেমন যেন সব অদ্ভুত আকৃতি।

তোমায় ছাড়া পারবো আমি থাকতে

যদি চাই এই প্রকৃতি,

তুমি কী পারবে ধরে আমাই রাখতে

যদি আমি বদলায় আমার অনুভূতি।

তাই বলি সময়ের এইটুকুই ছেলেখেলা,

অনেকেই মন নিয়ে করে খেলা

তুমিও যদি দেখাও এই রুপ,

প্রকৃতি তোমায় করবে বিনাশ 

আমি তখন থাকবো চুপ 

কারণ আমি তখন করবো নিজের সর্বনাশ।।


Rate this content
Log in

Similar bengali poem from Romance