STORYMIRROR

Debaleena Sarkar

Inspirational

4  

Debaleena Sarkar

Inspirational

সময়

সময়

1 min
327

সময় থামেনা কারোর জন্য,হোক সে যতই গণ্যমান্য,

সময় কে মর্যাদা দিলে,হবে যে মহা ধন্য।

সময় কে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়া কঠিন,

অবহেলা করলে পরে,দেখতে হবে দুর্দিন।

সময়ের চেয়ে দামী উপহার আছে নাকি এই বিশ্বে

দিলে পরে সঠিক মূল্য, পৌঁছে যাবে শীর্ষে।

সময় তো নিষ্পাপ, করেনা পক্ষপাত,

করলে তাকে অগ্রাহ্য,করতে হবে অনুতাপ।

সময়ের করো সৎব্যবহার, ফিরে আসবেনা সে বারংবার,

তাকাবেনা আর পিছু ফিরে, চলে গেলে সে একবার।

সময় বিশাল শক্তিশালী, জুরি তার মেলা ভার,

তার সাথে পাঞ্জা লড়ার, আছে সাহস বলো কার?

কর্ম করো আপন মনে,করো যে মনস্থির,

সময় কে সময় দিয়ে‍, হয়ে ওঠো মহাবীর।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational