পরিবর্তন
পরিবর্তন
সেকালে ছিল সবুজ মাঠ,মুক্ত বাতাস রাশি রাশি
একালে আছে ভীষণ দূষণ,দিচ্ছে মানুষ হাঁচি কাশি ।
সেকালে ছিল শান্ত-স্নিগ্ধ ধীর স্থির পরিবেশ ,
একালে আছে দুরন্ত জীবন,নেই কোন পরিশেষ।
শিশুরা আগে মন দিত কাটাকুটি ও সাপসিড়িতে,
এখন তারা ভীষণ ব্যস্ত ছোট্ট থেকেই চলভাষে ।
স্বপরিবার বন্দী হত একেই ফ্রেমের সাদা কালোতে,
এখন হয়েছি আলাদা সবাই,মন মেতেছে সেলফি তে।
সেকালে ছিল শিশুদের মেলা ছোটখাটো কিছু পার্কে,
এখন সেসব বিলীন হয়েছে ,চাপা পড়েছে মেগা মার্টে ।
হারিয়ে গেছে সেকালের সেই মিষ্টি মধুর সুখ,
একালের হাওয়া লেগেছে সবার,মনে থাক যত দুখ।
