STORYMIRROR

Debaleena Sarkar

Children

2  

Debaleena Sarkar

Children

শীতের উষ্ণতা

শীতের উষ্ণতা

1 min
269

শীতকালে তে চাই যে গরম জামা,

চাই যে আমার দিদার হাতের দুধ পুলি আর পিঠা ।

শীতের রাতে চাই যে মোটা লেপ আর কম্বল,

আর চাই যে গরম ভাতে একটু মুলোর অম্বল।

সারাটা বছর থাকতো যদি খাদ্যের এই সুখ,

আহা!কি ভালোই হত,ঘুচে যেত সব দুখ।

শীতের এই মরশুমেতে করতে চড়ুইভাতি,

কার না বলো ভলোলাগে করতে মাতামাতি।

উঠতে কষ্ট হয়ে সকালে,মানি যদিও তা মনে,

তবুও তো বাপু ঘাম দেয়ে না অসহ্য,প্যাঁচ প্যাঁচে।



Rate this content
Log in

Similar bengali poem from Children