সময়
সময়


প্রকৃতি ভরা পৃথিবী রহস্যে মোড়া,
তবে সবথেকে বড়ো রহস্য সময় ।
সময় সেই আদিকাল থেকে ছুটে চলেছে,
যেমন করে নদী ছোটে , আর হাওয়া বয়।।
অতীত ও ভবিষ্যৎ দুদিকেই সময় অন্তহীন,
থামেই না কোনমতে, হয়তো থামবেও না আর।
সময়ের নিজেরই থামার সময় নেই,
বড্ড তাড়া তার, সময় নেই দাঁড়াবার।।
সময় হলো মানুষের সবথেকে বড়ো প্রতিদ্বন্দ্বী,
তাই সকলেই চায় সময়কে হারাতে।
নিজের লক্ষ্য পূরণ করতে সকলেই চায় -
সময়কে জয় করে আগে আগে চলতে।।
তবে সময় ধরা ছোঁয়ার বাইরে,
সময়কে যে ফিরিয়ে আনা যায় না।
সময়কে ধরা মহা মুশকিল,
তাই সময়কে ফেলে এগোনো যায় না।।
তবে সময় ভুলিয়ে দেয় অতীতের ব্যাথা,
ভুলিয়ে দেয় কষ্টদায়ক স্মৃতি ও যন্ত্রণা।
সময় ভুলতে দেয় সময়কে, আর দেয় -
নতুন করে নতুন ভাবে বাঁচার মন্ত্রণা।।
আবার সময় মানুষকে ব্যাথাও দেয় অনেক,
নানান ভাবে কষ্ট দেয় সকলকে।
তাই তো সময় লেখা ঘড়িতে,
ফুল নয়, কাঁটা থাকে।।