STORYMIRROR

Debanjana Pramanik

Abstract Others

3  

Debanjana Pramanik

Abstract Others

সময়- ধারা

সময়- ধারা

1 min
213

এগিয়ে গেলে ফিরতে নেই আর ,

গতানুগতিক ধারায় জীবন ভাসে বারংবার ।।

জীব-ধ্যায়ের ছেঁড়া পাতার প্রতিটি ভাঁজের মধ্যে

নিমজ্জিত সুপ্ত অভিলাষ

পূর্বের আড়ম্বরের ছটা স্মরণ করলেই 

বিপন্ন হয় দীর্ঘশ্বাস।।

পশ্চাতে সুখভোগের অতৃপ্ত আত্মা ,

প্রয়োজনীয়তা, তার সম্মুখে দন্ডায়মান!!

নিয়তির ডালায়, সম্মুখবর্তী হওয়াই 

 ললাট-লিখন।।

অতীত ছিল শৌখিনতার স্বভাবে অভাব পূরণের ভান্ডার।।

 বর্তমান তা অনিশ্চিতভাবে কণ্টকাকীর্ণ       কান্ডার।।

 বিলাসিতায় সাজানো থাকতো নানা স্বপ্ন-সুখ ,

এসব অবচেতনে রেখে গড্ডালিকা প্রবাহে 

গা ভাসিয়ে এগিয়ে যেতে হবে জীবন-মুখ ।।

নয়তো পরিস্থিতির কাছ থেকে হতে হবে বিমুখ।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract