STORYMIRROR

Avijit Roy

Abstract

2  

Avijit Roy

Abstract

স্মৃতির অত্যাচার

স্মৃতির অত্যাচার

1 min
327


মনে পড়ে মুক্তা একটা লজ্জাবতী গাছকে

একবার তুমি আঙ্গুল দিয়ে ছুঁয়েছিলে,

রোদ লেপা পাতাগুলো যেন,

এক উজ্জ্বল ভালোবাসা বুকে জড়িয়ে মুদে গিয়েছিল।

মনে পড়ে একবার ধানের শীষের মাথায়,

হিমেল ভোরের শিশিরে জমে থাকা রোদ তুমি বায়না করেছিলে।

আমি তেরটা বছর সূর্যোদয়ের পূর্বে,

কাকভোরে জেগে অপেক্ষা করেছি,

কিন্তু, পারিনি একটিও শিশির বিন্দু আনতে।

মনে পড়ে মুক্তা তুমি একবার বলেছিলে,

বিহঙ্গের মত তুমিও ডানা মেলতে চাও।

আমি সেদিন কতইনা হেসেছিলাম কৌতুকে।

আজ তুমি বিহঙ্গের মতো ডানা মেলে,

মেঘ, কুয়াশা ভেদ করে,

লজ্জাবতীর ভালোবাসা নিয়ে চোখ বুজে আছো।

দেখো আমি এক মুঠো শিশিরের রোদ,

হাতে নিয়ে এসেছি তোমার জন্য।

কিন্তু তুমি শুধু যা রেখে গেছো আমার কাছে,

শুধুই হারানো স্মৃতি, যা এক অত্যাচার এর মত।



Rate this content
Log in