STORYMIRROR

SUBHAM MONDAL

Inspirational Others

3  

SUBHAM MONDAL

Inspirational Others

স্মৃতির আনাচে কানাচে

স্মৃতির আনাচে কানাচে

1 min
254

ভালাে আছি, ভালাে থেকো


আমাদের তুমি মনে রেখো -


দিও তােমার শুভাশিস


ব্যাকুল এই মনটারে...


"আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছ তুমি হৃদয় জুড়ে"-


ঢেকে রাখে স্মৃতির চাদর


ভালােবাসা - অভিমান - শাসন - আদর।


 মনের কোণে উকি দেওয়া


থেকে থেকে বারে বারে...


"আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছ তুমি হৃদয় জুড়ে" -


থাকবে মনে এমন করেই


বিশ্বাস ভালবাসার জোরেই।


দোলা দেবে আলতো করে


 দাঁড়িয়ে স্মৃতির দ্বারে...


"আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছ তুমি হৃদয় জুড়ে" -


কান্নাভেজা হৃদয়খানি,


স্মৃতির পর্দা একটু টানি


দিলাম তোমায় অমরত্ব


নশ্বর এই সংসারে....


"আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছ তুমি হৃদয় জুড়ে" -


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational