সমর্পণের পান্ডুলিপি
সমর্পণের পান্ডুলিপি
কুলদীপ, হাজার বছর পার করে
আজও নিশপিশ হাত গুটিয়ে বসে থাকে,
একটি রাত আবাদ হবে আবার
নির্দ্বিধায় মানব ভ্রূণের চাষ..!
মেহেরজান, সূদুর নীহারিকা থেকে
নিজেকে সযত্নে জমিন করে রাখে,
চন্দ্রপুকুরের জলে ভেজা চিবুক বেয়ে নেমে আসে
সহস্র নির্ঘুম রাতের জোনাক আলো...!
পৃথিবীতে "ভালোবাসা" নামে মানুষের বুকে
চিন্ময় শরীরের যে গোপন সুখের ঘর,
আজন্মকাল সে ঘরের ছাউনি বুক চিড়ে
বরফ-পাপ, মনের সীমান্ত ছাড়িয়ে
পুন্যের স্রোত হয়ে ভাসিয়ে নিয়ে চলে
মিলন সমাধির এই তৃষ্ণার্ত অভিশাপ...!