স্মরণীয় মুহূর্ত
স্মরণীয় মুহূর্ত


মুহূর্ত গুলো এসে চলে যায়
পিছুডাকে সাড়া দেয় না ,
সময়ের চাকায় মুহূর্তগুলোর
স্মরণীয় হওয়ার বায়না l
কলমে কলমে হঠাৎ একদিন
বইমেলাতে ডাক ,
নামের আগে "কবি" আখ্যা
জীবনে অমর থাক l
মুহূর্ত সেদিন স্মরণীয় হলো
"কবি" বলে আমি পেলাম সম্মান ,
আমার আবেগ , চোখের জলে
কলম আমার চির পিছুটান ll