স্মরণীয় মুহূর্ত
স্মরণীয় মুহূর্ত


আমার জীবনের সব মুহূর্তই
আমার স্মরণীয়
কিছু প্রিয় কিছু অপ্রিয়,
জীবনের মাঝখান থেকে দেখি
এখনও অনেক বাকি
যা অতীত তার পৃষ্ঠায় লেখা
বেশি ব্যথার কবিতা
যা স্মরণে শুধু নোনা জলে
ভরে আমার চশমা।
আনন্দও আছে আমার কাছে
যা দিয়ে বয়ে চলেছি এই জীবন তরী
সেই স্মরণীয় মুহূর্তের ছবি টাঙানো
আমার ঘরের দেওয়ালে
সে বর হয়ে হাসিমুখে আমি বধূর
সাজে তার পাশে।