The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW
The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW

Priyanka Bhuiya

Abstract

2  

Priyanka Bhuiya

Abstract

স্কুল জীবন

স্কুল জীবন

1 min
2.3K


মনের ক্যানভাসে দিচ্ছে উঁকি হারিয়ে যাওয়া দিন,

বাবার হাত ধরে স্কুলে ভর্তি হওয়ার স্মৃতি অমলিন;

মা'কে ছেড়ে ইস্কুলে না যেতে চেয়ে কত কান্নাকাটি!

ক্রমশ এই শিক্ষাঙ্গন হল প্রিয়, আনন্দ জমজমাটি;

সঙ্ঘের আশ্রমে ঠাকুর-মা-স্বামীজি ও তাঁদের বাণী,

অলক্ষ্যে অনুপ্রেরণা আর এগিয়ে চলার সঞ্জীবনী;

সেই চক-ডাস্টার, বেঞ্চে-বোর্ডে অবাধ আঁকিবুকি,

বন্ধুত্ব গুলো আড়ি আর ভাবেই ছিল ভীষণ সুখী;

মনে পড়ে সেই টিফিনের মাঝে বেঞ্চ বাজিয়ে গান,

খুনসুটি আর হাসিঠাট্টা, পাশাপাশি মান-অভিমান;

জল থইথই বর্ষার দিনে কাগজের নৌকো বানানো,

'রেনি ডে'র মুখরতায় ভেসে বন্ধুদেরকে ভাসানো;

স্বপ্নসন্ধানী চোখে কল্পনার মায়াজাল একান্ত গহনে,

মানুষ হয়ে আগামীর পথ চলার ইচ্ছেটা ছিল মননে;

খোলা জানালায় চোখ রেখেই প্রথম কবিতা লেখা,

সততা, নিয়মানুবর্তিতার সহজপাঠ এখানেই শেখা;

স্কুল ম্যাগাজিন, অনুষ্ঠানের মহড়ায় কত কলরব!

একাধারে পড়াশোনা, খেলাধুলা, ধ্যান, স্তোত্র, স্তব;

প্রতি বছর লেখাপড়ায় প্রথম স্থানেই ছিলাম অগ্রণী,

শিক্ষিকাদের স্নেহসান্নিধ্যে পেয়েছিলাম আশীর্বাণী;

রামকৃষ্ণ মিশন আয়োজিত প্রতিযোগিতায় হইচই,

সাফল্যের সাক্ষী আজ ঘরভর্তি মেডেল-স্মারক-বই;

মা-বাবার পরে বিদ্যালয়ের শিক্ষিকারাই শিক্ষাগুরু,

তাঁদের আঙুল ধরেই হয়েছিল জীবনপথ চলা শুরু;

বিদায়বেলায় প্রিয় বিদ্যালয় ছেড়ে আসার হাহাকার,

স্কুল জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি সেই 'সেরা ছাত্রী' পুরস্কার;

মাধ্যমিকের গন্ডি শেষে এলাম উচ্চ মাধ্যমিক স্কুলে,

সেখানেও স্নেহ-ভালোবাসা, নস্টালজিয়া মুহূর্ত ছুঁলে;

ব্যস্ত জীবনে আজকাল 'লাঞ্চ' করার সময় পাই না,

টিফিন বক্সগুলোর 'টিফিন টাইম' এখন আর হয় না;

ফিরে পেতে চাই শৈশবের সেই অনাবিল স্কুল জীবন,

বড় হয়ে জটিলতার বেড়াজালে বাস্তব কঠিন ভীষণ।


Rate this content
Log in

More bengali poem from Priyanka Bhuiya

Similar bengali poem from Abstract