শুয়োপোকা ঢুকবে ঘরে
শুয়োপোকা ঢুকবে ঘরে
সাধু,
সাবধান
শুয়োপোকা বাইরে থাকলে
রঙিন প্রজাপতি হয়
চুপিসারে ঘরে ঢুকলে সাক্ষাৎ যন্ত্রণা
জামাকাপড় পরা যায় না,
উলঙ্গ হতে হয়।
এর ধরে ওর মাথা,এ আই ফেক,
আসলে নকলে এমন মিশ্রণ
হার মানে বিদুর চোখ।
সেলিব্রেটির মুখ,
আকন্ঠ খুশি আর সুখ
কৌরবীয় উল্লাস পাশা খেলার ঘরে,
ডিপফেক চালে।
কিন্তু,যখন হবে বাচ্চা খেলনা
শুয়োপোকা ঢুকবে ঘরে,
ভাগ্য স্টেশনে ব্ল্যাকমেল,
উলঙ্গ হবে শীলতা।
