শূন্য থেকে শুরু
শূন্য থেকে শুরু
পথ চিনতে গিয়েই পথ ভুল করা,
পথ ভুল না করলে সঠিক পথ যায় না চেনা।
শান্তির জন্যই যুদ্ধে করা,
যুদ্ধ না করলে শান্তি আসে না।
ভালোবাসা পাবার জন্যই ভালোবাসা,
ভালো না বাসলে ভালোবাসা পাওয়া যায় না।
অন্যকে চিনতে গিয়েই নিজেকে চেনা
নিজেকে না জানলে অন্যকে জানা যায় না।
সাঁতার শিখতে গিয়েই ডুবে যাওয়া,
ডোবার কষ্ট না বুঝলে সাঁতার শেখা যায় না।
দ্রুত পৌঁছতে গিয়েই ধীরে চলা
ধীরে না চললে হয় না দ্রুত ছোটার আকাঙ্খা।
পূর্ণতা পেতেই শূন্য হয়ে যাওয়া
শূন্য না হলে পূর্ণ হওয়া যায় না।
তোমাকে পেতে গিয়েই বার বার হারিয়ে ফেলা
হারিয়ে না ফেললে পাওয়ার গুরুত্ব থাকে না।
বাঁচতে গিয়েই বারংবার মরে যাওয়া
না মরলে বেঁচে থাকার বাসনা থাকে না।
মরে গিয়েই পূনরায় জন্ম নেওয়া
জন্ম না হলে মৃত্যুর অস্তিত্ব থাকে না।
দামী হতে গিয়েই সস্তা হয়ে যাওয়া,
সস্তা না জানলে দামী হওয়া যায় না।
খাঁটি হতে যেয়েই আগুনে লাফ দেওয়া
আগুনে না পুড়লে খাঁটি হওয়া যায় না।
শুরু শূন্য থেকেই শূন্যেই শেষ হয় ,
শূন্য থেকে শুরু হয়ে শূন্যেতেই ফিরে যায়।
