শুধু ভালো থেকো
শুধু ভালো থেকো
মনের মাঝে আছে যে এক আকাশ খাতা,
নিজেই রোজ খোলে সে তার নতুন পাতা।
রোদ ঝলমল দিনে হয়তো বইছে দখিন হাওয়াটা,
আবার মেঘলা হয়ে কখনও বৃষ্টি ঝরায় ঐ দিনটা।
শীত বুড়িও ভালোবেসে কোনোদিন জড়িয়ে ধরে,
গ্রীষ্মের দুপুর রোদে তার কথাটাও খুব মনে পড়ে।
নিজের মনে স্মৃতির পাতা উল্টে চলি সুখের খোঁজে,
তারই ফাঁকে দুঃখ হঠাৎ এসেই পড়ে নাই-কাজে!
মন দিয়ে ইরেজারে ঘষেই চলি একনাগাড়ে,
ক্ষতি কি, যায় যদি যাকনা ঐ পাতাটা ছিঁড়ে!
তবু যদি কোনো পাতায় একটু ফোঁটা দাগ রয়ে যায়,
অনেকটা আলোকের কিরণ ফেলি সেই পাতাটায়।
সময়ের সাথে সাথেই সে দাগগুলোও, ভ্যানিশ হয়,
ধীরে ধীরে একাই বেশি করে যেন বিবর্ন হয়ে যায়।
করতেই হয় মনের সাথে এমন টুকিটাকি অপারেশন,
আজকাল তো মাইক্রো - সার্জারিই বাঁচায় জীবন।
জীবনের এই পথে ঠিকঠাক চলতে গেলে,
এড়ানো চলবেনা অসুখ বিসুখ অথবা দুঃখ পেলে।
শুধুই সুখের ফুল বিছানো রাস্তা কোনো,
এই দুনিয়ায় কোত্থাও নেই, এটাই জেনো।
পথে যাবার কালে একটু পাশে তাকিয়ে দেখো,
আটকে আছে দলা জমিতে কোনো কোনো পা,
জীবন তাদের থমকে গেছে, জীবন্মৃত যেন তা !
সাবধানে পা ফেলতে হবে এই কথাটা মনে রেখো।
নিজের মনের ঐ খাতাটাকে স্লেট ভেবে নিও,
প্রয়োজনে চোখের জলের ভেজা স্পন্জে মুছে দিও।
চকচকে স্লেটে নিজের খুশী মতো রোজ ছবি আঁকো,
আর কিছু নয়, শুধু এই অনুরোধ, খুব ভালো থেকো !
