শুভকামনা
শুভকামনা


আমার এইটুকু আরজি প্রার্থনা
যারা কাকভোরের সুনসান অন্ধকার ভেঙে
খানা খন্দ ডিঙিয়ে পথের পরে পথ ভেঙে
রোজ রোজ ছুটতে হয় ঘরের উঠোন ছেড়ে
ঝাপসা আলোর ভুতুরে হাওয়ায়
নিয়ে সংসারের অভাব মাথায়
ক্ষিদের দুরূহ অভুক্ত ভার নিশ্বাসের হাঁফে
জাগিয়ে নিতে দু’হাতের ভেতর আশ্বাস ।
তারা যেন নিরাপদে
ফিরতে পারে বেলা থাকতে নিজের নিজের ঘরে
আশ্রয়ের সুগন্ধে পরস্পরের কুশল ভাগ করে
সূর্যডোবা সন্ধ্যায় চাঁদের উনুনে চাপিয়ে ভাতের হাঁড়ি
নুন ভাত মুখে অবাধ আদর ঘুমে ।